একরাশ আঁধার

অন্ধকার (জুন ২০১৩)

আজিম হোসেন আকাশ
  • ১২
  • ১০৪
একরাশ আঁধারের মাঝে হাঁটতে হাঁটতে
এক ফালি আলোর পথ খুঁজে বেড়াই,
টেকনাফ থেকে তেঁতুলিয়ার ধূসর প্রান্তর-
উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর অচেনা পথে
আজো খুঁজে ফিরি এক ফালি চাঁদের বিকিরণ;
যা দূর করতে পারে জাতির ভয়াবহ বিভীষণ।
সভ্যতা থেকে সভ্যতার ক্রমশ বিবর্তন;
কতটুকু হয়েছে দেশের আদল পরিবর্তন?
এটা শুধু সভ্যতার দেয়ালে মাথা ঠুকে মরা-
নিপীড়িত জনতার আত্নজিজ্ঞাসাই নয়,
অজস্র আঘাতে হৃদয়ের রক্তক্ষরণও বটে।
তবে কি এভাবেই ধেই ধেই করে চলবে
রুগ্ন জাতির নিদারুণ অনিশ্চিত ভবিষ্যত?
দিন যায় দিন আসে, দিন বদলের পালায়;
বদলে যাও, বদলে দাও শ্লোগান প্রতীকী মাত্র-
বাস্তবতার ছোঁয়া নেই তা বুকের জ্বালা বাড়ায়।
স্বপ্নাক্রান্ত জনতা যুগ যুগ স্বপ্নকে আঁকড়ে ধরে
বার বার আশায় বুক বাঁধে, তবুও যদি আসে-
বাংলায় একটি আচ্মকা আমূল পরিবর্তন;
জনতার আমরণ দাবি গুলো আজ কেবলই
ধোঁয়াশা-কুয়াশা হয়ে বাংলার প্রকৃতিতে
দীর্ঘ:শ্বাস রুপে বিস্তার করছে টেকনাফ থেকে-
তেঁতুলিয়ার শহর-গ্রামময় প্রতিটি প্রান্তর;
তবে কি জাতির বিবেক আজ শুধুই প্রশ্নবিদ্ধ?
আর কত থাকবে আশাহত, জনতার অন্তর?
এই কি তবে আমার ৩০ লাখ প্রাণের-
আত্নাহুতিতে অর্জিত স্বাধীন সার্ব-ভৌম দেশ;
রাজনৈতিক যাঁতাকলে পিষ্ট হয়ে যুগের পর যুগ
এভাবেই হবে কি তবে তিলে তিলে নি:শেষ?
যদি তাই হয় তবে ১৬ কোটি বাঙ্গালীর শির-
উচু করে গর্জে উঠার এখনই বড় প্রয়োজন;
নয়তো একরাশ আঁধারের গর্ভে লীন হতে হতে
ফিরে আসবে আবার প্রাগৈতিহাসিক বিভীষণ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাহমুদুল হাসান ফেরদৌস আঁধারের সুন্দর একটি চিত্র ফুটে উঠল
তানি হক এভাবেই হবে কি তবে তিলে তিলে নি:শেষ? যদি তাই হয় তবে ১৬ কোটি বাঙ্গালীর শির- উচু করে গর্জে উঠার এখনই বড় প্রয়োজন; নয়তো একরাশ আঁধারের গর্ভে লীন হতে হতে ফিরে আসবে আবার প্রাগৈতিহাসিক বিভীষণ। - অনেক ভালো লাগলো আকাশ ভাই আপনার কিবতা ..সুন্দর কিছু কথা সুন্দর ..আহবান ...ধন্যবাদ
আবু ওয়াফা মোঃ মুফতি জেগে উঠার সুন্দর আহ্বান!
রফিক আল জায়েদ এক অসাধারণ কবিতা লিখেছেন।
সূর্য পুরো জাতির দীর্ঘশ্বাস কবিতায়, আসলে এ দায় আমাদের প্রতিটি নাগরিকের। ভালো লাগলো
ধন্যবাদ আপনাকে। আমি এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি ধীরে ধীরে, তাই আর নিয়মিত হতে পারবো না। আপনাদের ভালবাসা আমার পাথেয়।
মিলন বনিক সুন্দর কবিতা আজিম ভাই...খুব ভালো লাগলো...শুভ কামনা.....
শিউলী আক্তার অসাধারন লেখা আজিম ভাই ; কিন্তু আপনাকে ইদানিং খুব কম পাওয়া যায় !
ধন্যবাদ আপনাকে। হয়তো আগামীতে আর অংশগ্রহন করবো না। তাই ধীরে ধীরে অনিয়মিত হচ্ছি। একটা প্রচন্ড ক্ষোভ রয়েছে তাই আর এগুতে চাচ্ছি না।
তাপসকিরণ রায় খুব ভাল লেগেছে-- অনেক দিন পরে আবার লিখলেন মনে হল।শুভেচ্ছা রইল।
হ্যা ঠিক তাই। ভাল থাকুন।
এশরার লতিফ আগে পড়ে থাকলেও আবার ভালো লাগতে তো মানা নেই। শুভকামনা আজিম ভাই।

০৩ মে - ২০১২ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪